নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মগবাজারে অবস্থিত বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীনে আরও সাতটি অপারেশন থিয়েটার (ওটি) চালু করেছে হাসপাতালটি। নতুন ৭টি ওটি নিয়ে হাসপাতালটির মোট ওটির সংখ্যা এখন ১৭টি।
সোমবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় হাসপাতালের আশরাফ আলী ভবনে অত্যাধুনিক এ নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী সকিনা খাতুন।
আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম বলেন, আদ্-দ্বীন এমন একটি প্রতিষ্ঠান যার চেয়ারম্যান তার মাকে দিয়ে অপারেশন থিয়েটার উদ্বোধন করিয়েছেন। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরাও যেন মাকে দিয়ে প্রতিটি ভালো কাজের সূচনা করতে পারি।