মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণের চেষ্টা ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা  আওয়ামীলীগ নোতাকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রবাসী পরিবারকে হয়রানি মূলক মামলা ও হামলার হুমকির   অভিযোগ  ব্রাহ্মণপাড়ায় আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের এইচ, এস, সি পরীক্ষারর্থীদের বিদায় মুরাদনগরে সন্ত্রাসীদের হুমকিতে অবরুদ্ধ একটি পরিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব— ঈশিতা ইমু মানবতার বিরুদ্ধে ইসরায়েল এর হামলা ১১৭ ফিলিস্তিনি নিহত

আবার বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

আবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। না, এককভাবে নয়। যৌথভাবে ভারতের সঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি ডটকমের খবরে জানা যায়, ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকদের ‍নাম চূড়ান্ত করা হয়।

আইসিসির চাহিদা অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে অন্তত ১০টি ভেন্যু থাকতে হয় কোনো আয়োজক দেশের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হলে থাকতে হবে অন্তত আটটি ভেন্যু। তাই এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের।

এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। দীর্ঘ দিন পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হবে দেশটিতে। ১৯৯৬ সালে সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তানে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও  নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর পর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজন করেছিল বাংলাদেশ।

উপমহাদেশে হওয়া ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের কোনওটিই এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি।

১৯৮৭ সালে বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, ১৯৯৬ বিশ্বকাপ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করেছিল। আর ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশেও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর