মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
আসছে সাগর-জ্যাকলিন জুটির ‘কী প্রেমে জড়ালে’ শ্রীনগরে মোবাইল কোর্ট করে নগদ ২ লক্ষ টাকা জরিমানা ও ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড  মান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণের চেষ্টা ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা  আওয়ামীলীগ নোতাকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রবাসী পরিবারকে হয়রানি মূলক মামলা ও হামলার হুমকির   অভিযোগ  ব্রাহ্মণপাড়ায় আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের এইচ, এস, সি পরীক্ষারর্থীদের বিদায় মুরাদনগরে সন্ত্রাসীদের হুমকিতে অবরুদ্ধ একটি পরিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আসছে সাগর-জ্যাকলিন জুটির ‘কী প্রেমে জড়ালে’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্কঃ আসিফ হাসান সাগর মিডিয়া পাড়ায় যিনি লায়ন নামে পরিচিত। এতদিন নেগেটিভ ক্যারেক্টার ও একশন ডিরেক্টর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি তিনি লেখক ও মডেল জ্যাকলিন কাব্যর সাথে জুটি হয়ে বেশ চমকপ্রদ কিছু কাজ করছেন। দর্শক তাদের জুটির রসায়ন পছন্দ করতে শুরু করেছে।

সাগর ও জ্যাকলিন জুটির রসায়ন আরও বাড়িয়ে তুলেছে তাদের একাগ্রতা ও সাবলীল বন্ধুত্ব। গত বইমেলায় সময় তারা স্বনামধন্য আবৃত্তিশিল্পী , কানাডা প্রবাসী দিলারা নাহারা বাবুর কণ্ঠের একটি রোমান্টিক কবিতার ভিজ্যুয়াল নির্মাণ করেন যা বইপ্রেমীদের অন্তরে বিশেষ জায়গা করে যায় । সাহিত্যের সাথে শিল্পের মেলবন্ধন তাদের সর্বত্র সমাদৃত করে। এটি শাকিল তালুকদার সিফাতএর পরিচালনায় ‘মোমেন্টস মেমোরেবল’ ব্যানারে প্রচার হয়। তারপর পরপরই জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্প আরিয়ান মেহেদী তার একটি মিউজিক ভিডিও নির্মাণের জন্য বেছে নেয় সাগর-জ্যাকলিন জুটিকে।

আরিয়ান মেহেদির কণ্ঠে ” কেন ভুলে গেলে” শিরোনামে গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন সাগর-জ্যাকলিন। গানটি দ্রুত সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করে। তাদের জুটির অকৃত্রিম চাহনি , প্রেমময় রসায়ন দর্শকের অন্তর রীতিমতো নাড়িয়ে যায়। আরিয়ান মেহেদির অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘ তোমারই পিছু পিছু’ , ‘পাগলামি’ , নো প্রেম ইত্যাদি ।

সম্প্রতি সাগর-জ্যাকলিন জুটি আমাদের জানায় যে তাদের আরও একটি মিউজিক ভিডিও আসতে চলেছে এ নিয়ে এখুনি তারা খোলাসা করছে না তবে জানা গেছে গূণী শিল্পী শামিম আশিকের একটি রোমান্টিক গানে তারা জুটি বাধবেন।

গানটি জি সিরিজের ব্যানারে “কী প্রেমে জড়ালে ” শিরোনামে আসবে বলে জানা গেছে। তাদের জুটির এই অকৃত্রিম রসায়নের রহস্য জানতে চাইলে জ্যাকলিন কাব্য জানান , “আমাদের দুজনের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মধ্যকার শুদ্ধতা”।

আসিফ হাসান সাগর কিভাবে নেগেটিভ ক্যারেক্টার থেকে এখন রোমান্টিক ক্যারেক্টর প্লে করছেন এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান , সে যেমন নেগেটিভ ক্যারেক্টারে হিংস্র হয়ে উঠতে পারে তেমনি ভালবাসা পেলে জল হয়ে যায় “।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর