করোনাভাইরাস সংক্রমণ চলাকালীন শিক্ষণীয় অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ। আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ।
এতে বলা হয়, করোনা মোকাবিলায় অর্জিত শিক্ষা নিম্ন ও মধ্যম আয়ের দেশের পরবর্তী প্রজন্মের জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার কাজে কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হয়েছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষত; কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সুইডেন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইংল্যান্ড থেকে দেশি-বিদেশি বিভিন্ন বরেণ্য ব্যক্তি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনে আলোচ্য বিষয় থাকবে কোভিড অতিমারি থেকে আমরা কী শিক্ষা পেলাম, করোনাকালীন সময়ে কোন জনগোষ্ঠীর জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হলো, সংক্রমণরোধে ও টিকাদানে সরকারের দায়িত্ব পালন, স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ যোগাযোগের প্রভাব, সরকারি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা ও গাইড করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের ডেটা সিস্টেমের কার্যকারিতা, মানুষের আচরণ বোঝার জন্য সামাজিক বিজ্ঞানের প্রাসঙ্গিকতা, ভবিষ্যতের মহামারি ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রস্তুতি।
সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা এবং স্বাগত বক্তব্য রাখবেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ও প্রফেসর সাবিনা রশিদ, বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ও প্রফেসর আহমদ মোশতাক রাজা চৌধুরী, সেন্টার অব এক্সিলেন্স ফর হেলথ সিস্টেমের পরিচালক ও প্রফেসর সৈয়দ মাসুদ আহমেদ।
সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের লিংক ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়েবসাইটে দেওয়া হবে ২০২২-এর জানুয়ারির শুরুতে। প্রতিষ্ঠানের ফেসবুক পেজে সম্মেলনটি লাইভ স্ট্রিমিং হবে।