নিজস্ব প্রতিনিধিঃ ঢাকাই চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আজ বুধবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম। তিনি বলেন, ‘চিকন আলী এখন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দলের হেফাজতে রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, এখনও তাঁকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।’
মাহবুব আলম বলেন, ‘চিকন আলীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি অশ্লীল ভিডিও বানান। এসব বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। তিনিও অনুতপ্ত। আমরা এখন জানার চেষ্টা করছি, এসবের সঙ্গে আর কারা কারা জড়িত। তাঁর দাবি, এসব ভিডিও যারা কাটছাট করেন, তারা বিভিন্নভাবে বাজে শিরোনাম দিয়ে এসব করেন। আসলে ভেতরে তেমন কিছু থাকে না। মানে, এসব করেন অন্য কেউ। সেই কেউ কারা, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া আরও যারা এ ধরনের ভিডিও তৈরি করেন; তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি।’
এদিকে চিকন আলীর স্ত্রী খুশি এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, গতকাল মঙ্গলবার রাত প্রায় ১১টায় বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে ডিবির কয়েকজন উঠিয়ে নিয়ে যান। সে সময় খুশিকে বলা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।
বুধবার রাতে খুশি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি কাল ডিবির লোকদের বলেছিলাম, আমিও সঙ্গে যাব। তখন তারা আমাকে বলেছিলেন, আপনি কাল একা একা যাবেন। আজ আমি সকাল সাড়ে ৮টার দিকে ডিবিতে যাই। কিন্তু, আমার সঙ্গে আমার স্বামীকে দেখা করতে দেওয়া হয়নি। সে কেমন আছে না আছে তাও জানতে পারিনি। এমনকি, তাঁর নামে মামলা হয়েছে কি না, সেটাও জানা যায়নি।’
‘গতকাল রাতে আমার বাসায় গিয়েছিলেন এমন একজনের নাম এনামুল হক। আজ ডিবিতে যাওয়ার পর তাঁর সঙ্গে দেখা হয়। বললাম, ভেতরে ঢুকব। কিন্তু ঢুকতে দিলেন না। তিনি বড় স্যারদের সঙ্গে কথা বলবেন বলে ভেতরে চলে গেলেন। পরে আর আসেননি। আমাকে কেউ ঢুকতে দেয়নি ভেতরে। অথচ, আমি সারাদিন ওখানে ছিলাম’, যোগ করেন খুশি।
ডিবি অফিসের ভেতরে ঢুকতে না পেরে বুধবার সন্ধ্যায় চিকন আলীর স্ত্রী খুশি এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন। যদিও এ ব্যাপারে সেখানে গিয়েও তেমন কোনো খোঁজ তিনি পাননি।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে চিকন আলীর চলচ্চিত্রশিল্পে অভিষেক ঘটে। তাঁর উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শ্যুটার, বসগিরি, বেপরোয়া।