কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের একটি ভোটকেন্দ্র জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে ৬ কিশোর। রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদরাসাকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ৬ কিশোরকে আটক করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান কবীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর, কটিয়াদী ও ভৈরব উপজেলার ২২টি ইউনিয়নে দেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরমধ্যে জেলার হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। এ ২২টি ইউনিয়নে মোট ১০৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১১৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সাধারণ সদস্য পদে ৭৯০ জন ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ২৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হোসেনপুরের ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৫২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।