অনলাইন ডেস্ক: তিউনিসিয়ায় ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। তারা সবাই অভিবাসনপ্রত্যাশী ছিল। এ ঘটনায় ১৯ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়া কোস্টগার্ড।
তিউনিসিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর এসফ্যাক্সের উপকূলে ওই দুর্ঘটনায় ১০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছে।
বিচার বিভাগের কর্মকর্তা মওরাদ তুর্কি শনিবার বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে চারজন নারী ও চার জন শিশু রয়েছে।