নিজস্ব প্রতিনিধি:
এবার ঈদ কাটবে বেশ গরমের মধ্যেই। আর সে বিষয়টি মাথায় রেখেই জুতার বাজারে পসরা সাজিয়েছে নতুন নতুন ডিজাইনগুলো। ক্রেতারাও খুঁজছে গরমে আরামদায়ক জুতা। রাজধানীর বিভিন্ন মার্কেটের নন-ব্র্যান্ড ও ব্র্যান্ডের জুতার দোকানগুলোতে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে নতুন নতুন ডিজাইন এলেও এখনো জুতার বেচাবিক্রি খুব একটা বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে করোনার সময়ের গত দুই বছরের তুলনায় এ বছর বিক্রি ভালো হবে বলে আশা করছেন তারা।
মানুষের রুচির পরিবর্তন ও মানের বিষয়ে সচেতন হওয়ায় এ বছর ব্র্যান্ডের জুতার চাহিদা বেড়েছে। তবে সার্বিকভাবে সারা বছর যে পরিমাণ জুতা বিক্রি হয়, তার বড় অংশই নন ব্র্যান্ডের। আর প্রতি বছর ২৫-৩০ শতাংশ জুতা বিক্রি হয় এ ঈদুল ফিতরে। তবে চলতি বছরে এখনো সে পরিমাণ বিক্রি হচ্ছে না বলে জানিয়ে ব্যবসায়ীরা। তারা বলছেন, ভালো ব্যবসার আশায় এবার বড় প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রচুর ডিজাইন এনেছি। তবে রোজার এক সপ্তাহের বেশি সময় পার হলেও ক্রেতা আনাগোনা খুব বেশি বাড়েনি। এমনকি বৈশাখেরও বিক্রি খুব একটা হচ্ছে না।