তৃতীয় দিনের শুরুর সেশনটা দারুণই কাটছে বাংলাদেশের। দিনের শুরুর ওভারে দুই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম, সেই তাইজুলই এবার তুলে নিলেন ফাওয়াদ আলমকে।
শেষ কিছুদিনে ফাওয়াদ আলম আছেন আগুনে ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১১ ইনিংসে ৫৭ গড়ে করেছেন ৫১৩ রান। বাংলাদেশে পা রাখার এক ইনিংস আগেও ঘরোয়া ক্রিকেটে সিন্ধের হয়ে খাইবার পাখতুনখওয়ার হয়ে করেছেন সেঞ্চুরি আর অপরাজিত এক ফিফটি। এমন এক ব্যাটারকে নিয়ে বিপদের শঙ্কা না থেকেই যায় না। সেই ফাওয়াদকেই তাইজুল ফেরালেন থিতু হওয়ার আগেই।
বিস্তারিত আসছে…