শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা  আওয়ামীলীগ নোতাকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রবাসী পরিবারকে হয়রানি মূলক মামলা ও হামলার হুমকির   অভিযোগ  ব্রাহ্মণপাড়ায় আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের এইচ, এস, সি পরীক্ষারর্থীদের বিদায় মুরাদনগরে সন্ত্রাসীদের হুমকিতে অবরুদ্ধ একটি পরিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব— ঈশিতা ইমু মানবতার বিরুদ্ধে ইসরায়েল এর হামলা ১১৭ ফিলিস্তিনি নিহত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

ভারতে নামার পর এক বিমানেই ১২৫ যাত্রীর করোনা শনাক্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাস মহামারির কারণে আকাশপথে চলাচলেও জারি হয়েছে কঠোর সব নিয়মকানুন। ফ্লাইটে ভ্রমণের আগে করোনা পরীক্ষা আবার গন্তব্যে পৌঁছেও ফের করতে হয় একই পরীক্ষা। এতো সতর্কতার পরও যেন ভাইরাস পিছু ছাড়ে না। এই যেমন ইতালি থেকে ভারতে ফেরা একটি বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এসব যাত্রীরা একটি চার্টার্ড ফ্লাইটে করে বুধবার (৬ জানুয়ারি) ইতালি থেকে উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর বিমানবন্দরে পৌঁছান। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণও। এই পরিস্থিতিতে বুধবার ইতালি থেকে পাঞ্জাবের অমৃতসরে আসা একটি বিমানের ১২৫ জন যাত্রী করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়।

পাঞ্জাবের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিফেরত ওই ফ্লাইটে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। তাদের সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এতে ১২৫ জন ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। ওই ফ্লাইটে ১৯ জন শিশুও ছিল। তবে তাদের কোভিড পরীক্ষা করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইতালি থেকে ওয়াইইউ-৬৬১ চার্টার্ড ফ্লাইটে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন। বুধবার দুপুর দেড়টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পাঞ্জাবে অবতরণের আগে বিমানটি যান্ত্রিক ত্রুটির জন্য জর্জিয়ায় অবতরণ করেছিল। সেখান থেকেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, ফ্লাইটে থাকা যাত্রীদের সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে তাদের হোম আইশোলেশন না কি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হবে তা এখনও স্পষ্ট নয়।

বিমানটির যাত্রীদের দাবি, ইতালি থেকে বিমানে ওঠার আগে করা করোনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে। তারা বুঝতে পারছেন না কী করে ভারতে পৌঁছে তাদের কোভিড পরীক্ষার রেজাল্ট পজিটিভ হয়ে গেল।

অবশ্য ফ্লাইটের সকল যাত্রীকে আইসোলেশনে রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। যাত্রীদের অনেকে নেগেটিভ রিপোর্ট দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেও তাদের বাধা দেয় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর