নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাহতদের চিকিৎসা সেবা দিয়ে অসামান্য অবদান রাখা দ্বৈত নাগরিক সিস্টার হেলেন ফ্রান্সিস লুসি হল্ট মিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে সিস্টার হেলেন ফ্রান্সিস লুসি হল্টকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের পঞ্চম তলায় ২৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুদীপ হালদার জানিয়েছেন, মিনি ব্রেইন স্ট্রোকের পাশাপাশি উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন লুসি হল্ট। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ মেনে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন।
বৃহস্পতিবার রাতে অক্সফোর্ড মিশনে হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে যান লুসি হল্ট। সেজন্য রাত ৮টা ১০ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর সিটিস্ক্যান করে মিনি ব্রেইন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। পরে আবারও তাঁকে রাত ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে পঞ্চম তলার ২৬ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।
মানবদরদী ব্রিটিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে নিরবে কাজ করেছেন। ওই সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশের মায়া ত্যাগ করতে পারেননি। তাই, নিজের দেশে ফিরে না গিয়ে বাংলাদেশেই থেকে যান। তিনি বরিশাল অক্সফোর্ড মিশনে বসবাস করেন।
লুসি হল্টের অসামান্য অবদানের কথা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তাঁকে দ্বৈত নাগরিকত্ব প্রদানের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়। তাঁর সঙ্গে দেখাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনেই লুসি হল্ট ৯২ বছর বয়সে পা দেবেন।