মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাঁসাড়ায় সিংহেরপাড়া এলাকায় বসতি বাড়ির সিমানা নির্ধারন সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসী মোশারফ হোসেন এর স্ত্রী ও তিন কন্যাকে একই এলাকার মৃত কাশেম মাদবর পুত্র ওমর মাদবর মাদবর গং দের বিরুদ্ধে দির্ঘদিন যাবত অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারপিট করা সহ খুন জখমের হুমকী
ধামকী প্রদান করার অভিযোগ উঠেছে ।
হুমকী ধামকী প্রদান করায় উপজেলার হাঁসাড়া ইউনিয়নের সিংহেরপাড়া এলাকার মৃত মৃত কাশেম মাদবর এর পুত্র ওমর মাদবর (৪০), ও ওমর মাদবর এর
স্ত্রী সালমা বেগম (৪০), দের বিরুদ্ধে, একই এলাকার প্রবাসী মোশারফ হোসেন কন্যা ভুক্তভোগী মর্জিনা বেগম (৩৮) ২০ই জুন শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের হাঁসাড়া সিংহেরপাড়া এলাকার প্রবাসী মোশারফ হোসেন এর কন্যা ভুক্তভোগী
মর্জিনা বেগম (৩৮), ও ছোট বোন মিতু আক্তার (৩০) কে নিয়া শ্রীনগর থানায় আসিয়া একই এলাকার মৃত কাশেম মাদবর এর পুত্র ওমর মাদবর (৪০), ও ওমর মাদবর এর
স্ত্রী সালমা বেগম (৪০), এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
১ নং বিবাদী, বাদীর মায়ের আপন খালাতো ভাই, সম্পর্কে বাদী মর্জিনা বেগম এর মামা এবং ০২ নং বিবাদী বাদীর মামী, বিবাদীদের এবং বাদীদের বসত বাড়ী একই সীমানায় এবং পাশাপাশি। বিবাদীদের সাথে বাদীদের বাড়ীর সীমানা সংক্রান্তে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে । উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীরা বিভিন্ন তারিখ ও সময়ে বাদীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া মারপিট করা সহ খুন জখমের হুমকী ধামকী প্রদান করিয়া আসছে । বাদীর কোন ভাই নাই এবং তার বাবা ও স্বামী সকরেই প্রবাসে থাকায় বিবাদীরা তাহাদের উপর অন্যায় অত্যাচার করে। উক্ত বিষয় নিয়া একাধিকবার এলাকায় শালিস বৈঠক হইলে উক্ত শালিসে শালিসদাররা বিবাদীদের সতর্ক করিয়া জরিমানা করিলেও বিবাদী তাহাদের আচার আচরন পরিবর্তন করে নাই।
বিগত বুধবার ১৮জুন ২০২৫ তারিখে, দিনমজুর/ব্যাচেলর ভাড়া দেওয়ার জন্য বিবাদী তাহার বাড়ীতে ঘর তুলতে থাকিলে উক্ত ঘরটি বাদীদের জায়গাতে পড়বে সন্দেহ করিয়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানাইলে তাহারা আসিয়া ট্যাপ নিয়া টান দিয়া জানায় যে, উক্ত ঘর বাদীদের জায়গাতে না পড়িলেও বিবাদীরা বিল্ডিং বাদীদের জায়গায় উঠানো হয়েছে। পরে বাদী ও তার বোন এবং বিবাদীদের জানায় বিল্ডিং পড়িলে বিবাদীরা বিল্ডিং ভেঙ্গে দিবেন।
একই তারিখ দুপুর অনুমানিক দুইটা ত্রিশ মিনিটে বাদীর বোন মিতু আক্তার তাহার স্বামীর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হইয়া রাস্তায় গেলে বিবাদী ওমর মাদবর আসিয়া বাদীর ছোট বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ০২ নং বিবাদী আসিয়া বাদীর
বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাদী এবং বাদীর বোন প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় বাদীদের
বোনকে মারতে তেড়ে আসে।
আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা এই বলে হুমকী দেয় যে, পুনরায় বিবাদীদের বিল্ডিংয়ের জায়গা নিয়া কোন কথা বলিলে বাদীদের স্বপরিবারে খুন করিয়া ফেলিবে। বিবাদীদের কর্তৃক বাদী ও বাদীর পরিবারের সদস্যদের প্রান নাশের আশংকা রয়েছে।
এবিষয়ে বিবাদী ওমর শেখ এর কাছে জানতে চাইলে
তিনি বলেন ওরা আমার আত্মিয় ওদের কুলে নিয়েছি, আদর করেছি, ওদের সাথে জগরা বা মারামারি হয়নাই, কথা কাটা কাটি হইছে ।
শ্রীনগর থানার এ এস আই সাইফুল ইসলাম বলেন, এরা পরস্পর পরস্পরের আত্মিয় সজন, সীমানা নির্ধারন করা আছে, এদের মধ্যে সামান্য বেপার নিয়ে কথা-কাটাকাটি হইছে ।