নিউজ ডেস্কঃ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধান খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থান জানাতে যৌথ সভা ডেকেছে বিএনপি। একই সঙ্গে সভা থেকে তার মুক্তি-বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেওয়া হতে পারে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বুধবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের ইস্যুতে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জনায়, সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।