করোনার কারণে গত বছর কলকাতার বেশ কয়েকটি ছবি মুক্তি পায়নি। এবার মুক্তি না পাওয়া পুরনোসহ নতুন একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাবে বছর জুড়ে। এই তালিকায় রয়েছে ধর্মযুদ্ধ, মহানন্দা, রঘু ডাকাত, রাবণসহ আরও বেশ কয়েকটি ছবি।
ধর্মযুদ্ধ
রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’। ২০২২ সালের ২১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। শুভশ্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র ও শিলাদিত্য মৌলিক। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে শিলাদিত্যের বিপরীতে। শুভশ্রীর চরিত্রের নাম মুন্নি। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আম্মি। সেই চরিত্রেই দেখা যাবে প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে।
মহানন্দা
মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত মহানন্দা ছবির কাহিনী। ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে রয়েছেন গার্গী রায় চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।
রঘু ডাকাত
গোলন্দাজের সাফল্যের পর আরও একবার এই ডিরেক্টর অ্যাক্টর ডুয়োকে দেখা যাবে তাদের আগামী ছবিতে। নাম ‘রঘু ডাকাত’। ছবিতে দেবকে (Dev) দেখা যাবে বিখ্যাত রঘু ডাকাতের চরিত্রে। এমনিতেই কালীর উপাসক বলে বেশ খ্যাতি ছিল তার।
রাবণ
একুশ সালের দুর্গাপূজার বিজয়া দশমীর দিন আগামী ছবি ‘রাবণ’-এর পোস্টার এবং ছবিতে তার ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা জিৎ। শোনা যাচ্ছে, এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে। জিতের এই নতুন ছবি রাবণ পরিচালনা করবেন নতুন পরিচালক এমএন রাজ।
হত্যাপুরী
বড়পর্দায় ফিরছে ফেলুদা। সন্দীপ রায় এবং এসভিএফের যৌথ উদ্যোগে এবার মার্ডার মিস্ট্রির কিনারা করতে চলেছে প্রদোষ চন্দ্র মিত্তির। সঙ্গে থাকছে তোপসে ও জটায়ু। সত্যজিত রায়ের হত্যাপুরী গল্পকেই সেলুলয়েডের পর্দায় নিয়ে আসতে চলেছেন সন্দীপ রায়। ছবির প্রযোজনার দায়িত্বে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০২২ সালেই মুক্তি পেতে চলেছে ওই ছবিটি। গল্পের শুরু পুরীতে।
অপরাজিত
‘পথের পাঁচালী’র প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে অনীকের ‘অপরাজিত’। তবে এটা কোনো বায়োপিক নয় তা আগেই স্পষ্ট করে দিয়েছেন এই ছবির পরিচালক অনীক দত্ত। ছবিতে সত্যজিত রায়ের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে।
অন্তর্ধান
১৯৭২ সালের প্রেক্ষাপটে তৈরি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অন্তর্ধান। এই ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি।
কাকাবাবুর প্রত্যাবর্তন
মাসাই মারার জঙ্গলের রোমহর্ষক গল্প এবার হিন্দিতে। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ২০২২ এর অন্যতম প্রতীক্ষিত ছবি। কিছুদিন আগেই এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হয় ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সৃজিত মুখার্জির পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল বাংলা ভাষায়। তবে এবার বাংলার পাশাপাশি হিন্দি দর্শকদের জন্যে একই দিনে দুটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
কাছের মানুষ
২০২২ সালের পূজায় মু্ক্তি পেতে পারে ‘কাছের মানুষ’। এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে।