বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণের চেষ্টা ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা  আওয়ামীলীগ নোতাকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রবাসী পরিবারকে হয়রানি মূলক মামলা ও হামলার হুমকির   অভিযোগ  ব্রাহ্মণপাড়ায় আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের এইচ, এস, সি পরীক্ষারর্থীদের বিদায় মুরাদনগরে সন্ত্রাসীদের হুমকিতে অবরুদ্ধ একটি পরিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব— ঈশিতা ইমু মানবতার বিরুদ্ধে ইসরায়েল এর হামলা ১১৭ ফিলিস্তিনি নিহত

আ.লীগে যোগ দিয়ে ‘বিদ্রোহ’ করা নেতা এবার পেলেন নৌকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ   চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা এক নেতা নৌকা প্রতীক পেয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন থেকে রোমান বাদশা নামের ওই নেতাকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে রোমান বাদশা বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। একপর্যায়ে আখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একসময় বিএনপির সমর্থনে ইউপি নির্বাচন করেছেন তিনি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করে দ্রুতই ইউনিয়নের সভাপতি বনে যান। এখনো সভাপতির দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের ৩১ অক্টোবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ১৬০০ অনুপ্রবেশকারী তালিকায় ঠাকুরগাঁও জেলার দুই নম্বরে তার নাম প্রকাশ হয়। ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন। এরপরও এবার ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়ন পাওয়ার পর থেকেই ওই ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিবাদ শুরু করেন।

এ বিষয়ে আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন জানান, রোমান আখানগর ইউনিয়ন বিএনপির প্রভাবশালী সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় বিএনপির সমর্থনে দুবার ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। একবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর রোমান হঠাৎ আওয়ামী লীগে যোগ দেন। ২০১৯ সালে কর্মীদের আপত্তির পরও তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানানো হয়। এবার মনোনয়ন দেওয়া হলো তাকে। যেখানে অনুপ্রবেশকারীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে হাইকমান্ড সাবধানতা অবলম্বন করে, এবার কীভাবে তাকে নৌকা প্রতীক দেওয়া হলো, তা ঠিক আমার বোধগম্য নয়।

২০১৯ সালের আগে ৮ বছর ধরে সেই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন রেজাউল ইসলাম। তার ‘বিদ্রোহী’ হয়েই ২০১৬ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রেজাউল বলেন, আমি গতবার নৌকা প্রতীকে নির্বাচন করেছি। রোমান বাদশা আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। সে ও তার লোকজন আমার বিপক্ষে নির্বাচন করায় আমি হেরে গেছি। চতুর্থ ধাপে আমাদের জেলায় নৌকা মার্কায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও গতবার হেরে যাওয়া প্রার্থীদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আমার ক্ষেত্রে কীভাবে ভিন্নতা এল ঠিক বুঝলাম না।

তিনি বলেন, গতবার কর্মীরা তার (রোমানের) বিপক্ষে কাজ করেছে, বিভিন্ন রকম ঝামেলায় জড়িয়েছে। এবার কীভাবে আবার তার নির্বাচন করা সম্ভব?

আখানগর আওয়ামী লীগের খাদেমুল ইসলাম নামের এক কর্মী বলেন, অতীতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের মনোনয়ন না দিয়ে, বিএনপি থেকে দলে আসা একজনকে মনোনয়ন দেওয়ায় আমরা বেশ দ্বিধাদ্বন্দ্বে আছি, আমরা কার নির্বাচন করব। এখনো হয়তো সম্ভব যোগ্য প্রার্থীকে মনোনীত করা।

একসময় বিএনপির সঙ্গে রোমানের যুক্ত থাকার সত্যতা নিশ্চিত করে আখানগর বিএনপির সভাপতি মজিবর বলেন, রোমান বাদশা আর আমি একসঙ্গে রাজনীতি করেছি। তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

আগে বিএনপির রাজনীতি করার বিষয়টি স্বীকার করে রোমান বাদশা বলেন, আমি এই এলাকায় অনেক জনপ্রিয়। অনেক আগেই বিএনপির নীতি ভালো না লাগায় আমি আওয়ামী লীগে এসেছি। আমি এবার নির্বাচনে জিতে একটি মাদকমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে চাই।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, এটা বছরখানেক আগের ঘটনা নয়। সে অনেক আগেই বিএনপি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছে। সে অনেক জনপ্রিয় একজন মানুষ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় মনোনয়ন বোর্ডে পাঠানো তালিকায় তার নাম দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর