দেশ এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি রেজাউর রশিদ খান।
শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না। আমরা চাই দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক। আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি এবং করে যাব। দেশটি এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, এটি কাম্য নয়।
তিনি আরও বলেন, আমরা ১৪ দলীয় জোটে আছি। এর মানে এ নয় যে আমরা আওয়ামী লীগ হয়ে গেছি।
আগামী ২০২২ সালের জানুয়ারি মাসে বাসদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে এর আগেই ডিসেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলায় বাসদের কমিটি প্রণয়নের নির্দেশ দেন রেজাউর রশিদ খান।
বাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউর রশীদ খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তাসহ কুমিল্লা, রংপুর অন্যান্য অঞ্চলের বাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।