গত কয়েক বছরে বাংলাদেশের অ্যাথলেটিক্সে আলোচনার শিরোনামে জহির রায়হান। জহির প্রথম খবরের শিরোনাম হয়েছিলেন কেনিয়ায় বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে সেমিতে পা দিয়ে। সবাইকে তাক লাগানো জহির এবার খবরের শিরোনাম ভিন্ন কারণে।
দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তিনি এখন আইনি প্রক্রিয়ায় বিচারাধীন। অ্যাথলেটিক্স সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, তিনি এখন জেলে ।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘তার এই মামলা ও অভিযোগের ব্যাপারে অ্যাথলেটিক্স ফেডারেশন জ্ঞাত নয় ৷ এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে ফেডারেশনের ভবিষ্যতে কিছু করণীয় আছে কিনা এই বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।’ আজ বৃহস্পতিবার বিকেলে অ্যাথলেটিকস ফেডারেশন জরুরি সভা ডেকেছে।
জহির রায়হান এবার টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতিনিধিত্ব করা অ্যাথলেটের এই অবস্থায় ক্রীড়াঙ্গনের সবাই হতবাক। জহির জাতীয় চ্যাম্পিয়নশিপে যে দলের হয়ে খেলেন সেই দলও বিষয়টি নিয়ে জহিরের আইনজীবী ও তাদের উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করছে৷
জহিরের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক আগে। তিনি ঠিক মতো হাজিরা দেননি। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি গতকাল নিজে গিয়েই ধরা দেন। জহির বর্তমানে বিকেএসপিতে জাতীয় দলের প্রশিক্ষণে ছিলেন। প্রশিক্ষণে থাকাবস্থায় জহিরের এমন কাণ্ড সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘ক্যাম্পের কোচের কাছে ছুটি না নিয়েই তিনি গেছেন।’