বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারটা বেশ রমরমা। টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি দেশেই বসে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। এর বাইরেও একাধিক দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট হয়। টি-টোয়েন্টির বাইরে একশ বল আর টি-টেন ক্রিকেট নতুন করে প্রভাব বিস্তার করছে। এসব টুর্নামেন্টগুলোতে চাহিদার তুঙ্গে থাকে আফগানিস্তানের ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বে তারা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত।
তবে এবার শিকল পড়ছে রশিদ খান, মোহাম্মদ নবীদের পায়ে। চাইলেই আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের অংশ নিতে পারবেন না আফগান ক্রিকেটাররা। খেলোয়াড়দের জন্য কড়া নিয়মের পথে হাঁটছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই নিয়মে বলা আছে একজন ক্রিকেটার এক মৌসুমে সর্বোচ্চ ৩টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ বছরে ৩টির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন না আফগান ক্রিকেটাররা।
ক্রিকবাজকে এসিবির মুখপাত্র জানিয়েছেন, দেশের ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করা মূল লক্ষ্য তাদের।