রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ময়মনসিংহ ও জামালপুর জেলার মাদারগঞ্জের প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বয়সসীমা
২ থেকে ৪ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ২০২২ সালের ২৭ এপ্রিল ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে এই চুক্তি প্রকল্প মেয়াদ (৩৬ মাস) পর্যন্ত বাড়ানো হতে পারে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, ফি জমা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটেই জানা যাবে। আর এই লিংকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে।
আবেদন ফি
প্রতিটি পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২২।