অনলাইন ডেস্ক:
মাল্টিপল রকেট লঞ্চার মার্স-২ চালাতে ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দেবে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টাইন ল্যাম্ব্রেসট বুধবার সংসদে এই তথ্য জানিয়েছেন।
জার্মা প্রতিরক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহে জার্মানিতে এই প্রশিক্ষণ শুরু হতে পারে। প্রশিক্ষণ শেষ হলে ইউক্রেনে এই অস্ত্র সরবরাহ করা হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে জার্মানি এই প্রকারের তিন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। যুক্তরাজ্যও ইউক্রেনকে এই অস্ত্র প্রদান করবে। এছাড়া যুক্তরাষ্ট্র চার প্রকারের মাল্টিপল রকেট সিস্টেম দেবে ইউক্রেনকে।