অনলাইন ডেস্ক: আইপিএলে দুই সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের প্রায় একই অবস্থা এবারের আসরে। মুম্বাই একদম না পারলেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর দুটি ম্যাচ জিতেছে চেন্নাই। তবে তাদেরও হারের পাল্লাটাই বেশি ভারি।
রোববার রাতে আসরে নিজেদের ষষ্ঠ হারের মুখ দেখেছে রবীন্দ্র জাদেজার দল। আম্বাতি রাইডুর টর্নেডো ইনিংসের পরও শেষ রক্ষা করতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা। পাঞ্জাব কিংস ম্যাচটি জিতে নিয়েছে ১১ রানে।
লক্ষ্য ছিল বেশ বড়, ১৮৮ রানের। ১২ ওভার পার হতে ৮৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে চেন্নাই। কিন্তু আম্বাতি রাইডু দুর্দান্ত এক ইনিংসে আশা জাগিয়েছিলেন।
১৮তম ওভারের পঞ্চম বলে রাইডু কাগিসো রাবাদার শিকার হন। ৩৯ বলে ৭ চার আর ৬ ছক্কায় দুইশ স্ট্রাইকরেটে ৭৮ করা এই ব্যাটার আউট হওয়ার পরও জেতার সম্ভাবনা ছিল চেন্নাইয়ের। উইকেটে যে ছিলেন দুই হার্ডহিটার মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা।
কিন্তু ১৩ বলে ৩৫ রান করার মতো মারকুটে ব্যাটিং তারা দেখাতে পারেননি। অর্শদীপ সিংয়ের ১৯তম ওভারে জাদেজা আর ধোনি মিলে নিতে পারেন মাত্র ৮ রান। ম্যাচটা তখনই বলতে গেলে শেষ।
শেষ ওভারে দরকার ছিল ২৭। ধোনি প্রথম বলে রিশি ধাওয়ানকে ছক্কাও হাঁকিয়েছিলেন। পরের বলটি ওয়াইড হলে ৫ বলে দরকার পড়ে ২০। সেখান থেকে ঝড়ো ব্যাটিং করতে পারেননি ধোনি। ৮ বলে ১২ করে আউট হয়ে যান তিনি। জাদেজা ১৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন।