বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

সোনালী ব্যাংকের মৌখিক পরীক্ষা ১৭ এপ্রিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডের মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংকের মেডিকেল অফিসার পদের (২০১৯ সালভিত্তিক) মৌখিক পরীক্ষা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই দিন বেলা দুইটা থেকে এ পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার জন্য ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ পদের জব আইডি নম্বর ১০১৩৬। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।

পরীক্ষার সময় প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর