বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

কাছে গিয়েও সেঞ্চুরি হলো না দু প্লেসির

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক,:

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মঙ্গলবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৯৬ রান করেন দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের ৬৪ বলের ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১১ চারে।

আইপিএলে নিজের সর্বোচ্চ ৯৬ রানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আউট হলেন দু প্লেসি। ২০১৯ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে এই রান করেছিলেন ৫৫ বলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ দুই বলে অনুজ রাওয়াত ও বিরাট কোহলিকে হারায় বেঙ্গালোর। শ্রীলঙ্কার দুশমন্থ চামিরার বলে ওপেনার রাওয়াত ধরা পড়েন মিড-অফে। আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান কোহলি গালিতে ক্যাচ দিয়ে।

এরপর একার লড়াইয়ে দলকে টেনে নেন দু প্লেসি। শুরুতে কিছুটা সাবধানী ছিলেন তিনি। প্রথম ১৭ বলে রান করেন কেবল ১৬। ধীরে ধীরে বাড়ান রানের গতি।

গ্লেন ম্যাক্সওয়েল ভালো কিছুর আভাস দিয়ে ফিরে যান। তবে হাল ছাড়েননি দু প্লেসি। তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণইকে ইনিংসে নিজের প্রথম ছক্কায় ওড়ানোর পরের বলে সিঙ্গেল নিয়ে পা রাখেন ফিফটিতে, ৪০ বলে। পঞ্চাশের পর ক্রুনাল পান্ডিয়াকে ওভারে মারেন একটি করে ছক্কা ও চার। বিষ্ণইকে মারেন দুই চার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর