বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ভাঙচুর, শ্রমিককে মারধর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

অরুণ বৈষ্ণব হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা পশ্চিমে আলমপুর ও আদর্শগ্রাম এলাকায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে হাটহাজারীতে ভূমি ও গৃহহীনদের মাঝে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে গত ২১ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ৬০টি ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণের এ ঘর নির্মাণের কাজ চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে। গতকাল দুপুরে কে বা কারা আশ্রয়ণ প্রকল্পের ইটের গাথুনি ভেঙে দেয়, এসময় ভাঙচুরে বাধা দিলে একজন নির্মাণ শ্রমিককে মারধর করে হামলাকারীরা।

এদিকে গতকাল বুধবার বেলা ৩টার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে আলমপুর আদর্শগ্রাম এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ দেখতে ঘটনাস্থলে যান হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাশেদ।পরে সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্মাণকাজে ভাঙচুর ও শ্রমিককে মারধরের একটি ভিডিও গতকাল সন্ধ্যায় ভাইরাল হয়। এতে দেখা যায় আনোয়ার মেহেদি নামের একজন ঠিকাদার গিয়ে কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন তুলে গালিগালাজ করতে করতে ইটের গাঁথুনি ভেঙে দেন। তাকে এসময় একজন শ্রমিকের গায়ে হাত তুলতেও দেখা যায়। ভিডিওতে যুবলীগ নেতা আইয়ুব খান লিটনকেও শ্রমিকদের শাসাতে দেখা যায়।

ঘটনার সত্যতার স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম (ইউএনও) জানিয়েছেন একটি কুচক্রী মহল ওয়ালের তিন ফুট পর্যন্ত গাঁথুনি ভেঙেছেন। আনোয়ার মেহেদি নামের একজন ঠিকাদার নির্মাণকাজের ইটের গাঁথুনি ভাঙচুর এবং একজন শ্রমিকের গায়ে হাত তুলেছেন। এসময় যুবলীগের নাজমুল হুদা মণি ও আইয়ুব খান লিটনসহ অনেকেই ছিল বলে তিনি জানান। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর