শ্রীনগর প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার অধীনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ১৪ টি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
২১ মে শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম ও শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর ইসলাম খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়।
১৪ টি ইউনিয়নের অনুমোদিত কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন – শ্রীনগর ইউনিয়ন শাখার সভাপতি আশরাফ হোসেন মিলন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারী, পাটাভোগ ইউনিয়ন সভাপতি মোঃ সিরাজ তালুকদার, বাঘড়া ইউনিয়ন সভাপতি মোঃ মানিক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,
ভাগ্যকুল ইউনিয়ন সভাপতি রফিকুল আমিন খান সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
রাড়িখাল ইউনিয়ন সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক সোলাইমান খান,কোলাপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েস, শ্যামসিন্ধি ইউনিয়ন সভাপতি হাজী মোঃ ইদ্রিছ মিয়া সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম ইয়ামিন।
ষোলঘর ইউনিয়ন সভাপতি হাজী মোঃ আল হাসান সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী (রনি), কুকুটিয়া ইউনিয়ন সভাপতি হাজী মোঃ মতিউর রহমান খান সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, তন্তর ইউনিয়ন সভাপতি মোঃ আনোয়ার হোসেন হৃদয় মিয়া সাধারণ সম্পাদক হাজী আরিফুল হক মনু।
আটপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ শাজাহান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, বীরতারা ইউনিয়ন সভাপতি মোঃ স্বাধীন মোল্লা সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম, হাসাড়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক আব্দুল আল-মামুন, ও বাড়ৈখালী ইউনিয়ন মোঃ আবুল মান্নান সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।