মোফাজ্জল হোসেন ঃ
সারাদেশের ন্যায় শ্রীনগরে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩জুন) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা শেষে আনন্দ মুখর উৎসব পরিবেশে কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে আনন্দ র্যালী বের হয়ে সাব-রেজিস্টার মোড় হয়ে ডাকবাংলো জেলা পরিষদের মার্কেটের সামনে দিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুন,উপজেলা আঃলীগের সাবেক সিনিঃ সহ-সভাপতি সেলিম আহমেদ ভূইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান ও ১নং যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আঃলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার ও আনোয়ার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মামুন,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,মিনহাজ উদ্দিন মিনহাজ,যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন, যুগ্ম সাঃ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন,সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,শফিকুল ইসলাম লিটন,সোহেল শাহরিয়ার,ইউনিয়ন আঃলীগের সভাপতি হাই শিকদার,সাঃ সম্পাদক মধ্যে ছিলেন,রায়হান মাহমুদ মিথুন,জসীম উদ্দীন মুকুল,মনির হোসেন মিটুল,আক্তার হোসেন মিন্টু,সাব্বির শেখ,হানিফ বেপারী,মোঃ জাকির হোসেন,ইউঃ যুবলীগের সভাপতি শামীম হোসেনসহ উপজেলা আঃলীগের সহযোগী অঙ্গ সংগঠনের ৩শতাধিক নেতাকর্মী।