বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের সামনে ছাত্রলীগ নেতার উপরে হামলা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজের সামনে ছাত্রলীগ নেতা রোহান খানকে মারধর করার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম, রিজভী ও বহিরাগত মিপতা, জীবন এর বিরুদ্ধে।

শনিবার (১২ মে) বেলা ১২ টায় সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণের পাশে এই ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত হলে ছাত্রলীগ নেতার সহপাঠীরা তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনা স্থলে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, জাহিদুল কলেজের সিনিয়র শিক্ষার্থীদের অসম্মান করে চলে। ছাত্রলীগ নেতা রোহান এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদের মধ্যে তর্কবির্তক হয়। কলেজ ছাত্রলীগের প্রতিনিধিরা এর সমাধান করতে গেলে জাহিদুরসহ তার সহপাঠীরা রোহানের উপরে হামলা করে।
এই বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ বলেন, আমি ঘটনা স্থানে ছিলাম না।
কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর বলেন, ঘটনাটি কলেজের মধ্যে হয়েছে।এই ঘটনার সাথে জড়িত সকলের শাস্তির আওতায় আনা হবে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল করিমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি শুনেছি। গোয়েন্দা সংস্থা ডিএসবি এইখানে উপস্থিত ছিল। কলেজ ছাত্রলীগের প্রতিনিধিরা সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর