বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

মান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত আব্দুস সালাম (৫৫) উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে।

প্রথম শ্রেণীতে পড়ু্য়া ৯
বছর বয়সী ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দায়েরকৃত মামলায় আজ শুক্রবার দুপুরে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী গত ৮ জুলাই সকালে নিজ বাড়িতে খেলছিলো। এরপর বেলা ১১ টার দিকে খাবার জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে
বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ চেষ্টা করে সালাম । এরপর ভূক্তভোগীর চিৎকারে সে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের প্রস্তাব দিয়ে কালক্ষেপন করেন অভিযুক্ত সালামের পরিবারের লোকজন। কিন্তু গত কয়েকদিন পেরিয়ে গেলেও কোন সুরাহা না হওয়ায় আজ শুক্রবার সকালে অভিযুক্ত আব্দুস সালামকে তার বাড়ির সামনে পেয়ে গণধোলাই দিয়ে আটকিয়ে রাখেন। এরপর ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামকে হেফাজতে নেয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, জরুরি পরিষেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুস সালামকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় একটি মামলা দায়ের করেন । ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর