মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ
শ্রীনগরে ষোলঘর ইউনিয়নের কেয়াটখালীতে পুষ্পধারা এলাকায় প্রকাশ্যে চলছে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা ড্রাম ট্রাক দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু নামিয়ে খাল, কৃষিজমি ও নিম্নাঞ্চল ভরাট করছে।উপজেলা উপজেলা প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা থাকার পরও তাদের কর্মযজ্ঞ চলমান।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে এ অবৈধ বালু বাণিজ্য। ড্রাম ট্রাকের গর্জন আর ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাছাড়া নির্বিচারে ভরাটের কারণে এলাকার জলাবদ্ধতা ও পরিবেশগত ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় জানান,প্রশাসনের উপস্থিতি টের পেলেই এক-দু’দিন ট্রাক বন্ধ থাকে। পরে আবার আগের মতোই চলছে। যেন প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দাপটের সঙ্গে চলছে অবৈধ বালু ব্যবসা।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)গোলাম রাব্বানী সোহেল বলেন, অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র সাময়িক অভিযান নয়, প্রশাসনের নিকট একটাই দাবি এ অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।