বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

বিএনপির  উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ গঠনে সহায়ক  হবে: মঈন খান

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন’বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার গুলশানে তার বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আসন্ন সাধারণ নির্বাচনে তাদের নীতি–অবস্থান নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর উন্নয়ন এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।

আলোচনায় ড. খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া উচ্চকক্ষ গঠন এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়েও বিস্তারিত আলাপ হয়। ড. মঈন খান উভয় ব্যবস্থার সুবিধা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে বাংলাদেশ ও ইউরোপীয় সমাজের ভিন্নতা ব্যাখ্যা করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর