রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ।
রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যুৎ খাতে পারমাণবিক সহযোগিতা নতুন নয়, তবে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়ে এই আলোচনা দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।