বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

বিগ বসের ঘরে চাঞ্চল্যকর ঘটনা, আফসানা খানের ‘আত্মহত্যা’র চেষ্টা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

প্রদীপ বিশ্বাসঃ  বিগ বসের ঘরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর ফলে কালার্সের জনপ্রিয় রিয়ালিটি শো থেকে বাদ পড়লেন আফসানা খান নামের এক প্রতিযোগী। ফলে একদিনেই দুই প্রতিযোগী বিদায় নিলো বিগ বস ১৫-র মঞ্চ থেকে।

জানা গেছে ‘তিতলিয়া’ খ্যাত গায়িকা ছু’রি দিয়ে নিজেকে আহ’ত করার চেষ্টা করেন। আফসানার এ কা’ণ্ডের কারণেই তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে কি’ডনির সমস্যার জে’রে বিগ বসের ঘর থেকে সোজা হাসপাতালে ভর্তি করা হয়েছে রাকেশ বাপাটকে।

জানা গেছে, ভিআইপি জোন টাক্সের সময় ক্যাপ্টেন উমর রিয়াজকে চার জন প্রতিযোগীকে বেছে নিতে বলা হয়েছিল, যারা ভিআইপি ব্যান্ডেজ পাবেন। এ ব্যান্ডেজ তাদের প্রতিযোগিতায় পরবর্তী সময়ে সাহায্য করবে। উমরের সঙ্গে গাঢ় বন্ধুত্ব পাঞ্জাবি গায়িকা আফসানার। তিনি আশা করেছিলেন, চার হাউজ মেটের তালিকায় উমর অবশ্যই তাকে রাখবেন। কিন্তু তেমনটা না ঘটায় মা’রাত্ম’ক ভে’ঙে পড়েন আফসানা। তাকে ধোঁ’কা দেওয়া হয়েছে- এমনটা ধরে নেন আফসানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর