বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১২৫ জন গ্রেপ্তার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের মাদকবিরোধী অভিযান একটি নিয়মিত কার্যক্রম। প্রতিদিন এ ধরনের অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে এবার ১২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। যদিও সাম্প্রতিক সময়ে এত সংখ্যক গ্রেপ্তার করতে দেখা যায়নি।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি বলছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এ ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ১২৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৯৭ টি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে সাত হাজার ৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম হেরোইন, ১৩ দশমিক ২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর