মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। গত ৫ আগষ্টের পর থেকে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি কে দায়িত্ব হারাতে হয়েছে। তারপর দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন মহোদয়।
বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি করার জন্য ইতিমধ্যে ত জনের নাম দিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
গত ২৬ জুন বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সভা কক্ষে প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন পৃর্ব পরিকল্পনা অনুযায়ী ২ নং ও ৩ নং সদস্যের নাম দেওয়া হয়েছে । মোট জমা হয়েছিল ৬ জনের আবেদন। অন্যান্য সদস্যেরা জানান যে, আমাদের ১ নং সদস্য শহিদুল ইসলাম মৃর্ধা প্রতি কোন অভিযোগ নাই।২ ও ৩ নং সদস্যের প্রতি অভিযোগ রয়েছে। ২নং সদস্য হলেন আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই শিকদার চাচাতো ভাই।
এবিষয়ে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমিতো রুহুল আমিন কে খবর দেয়ই নাই|