বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

তাসকিনদের দৃঢ় মানসিকতায় সিরিজ জয়ের প্রত্যয়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, সেটিও তাদের ঘরের মাঠে, অথচ দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল (রোববার) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। এই ম্যাচ খেলতে নামার আগে টাইগার পেসার তাসকিন আহমেদ জানালেন, দলের সবার মানসিকতা ও প্রস্তুতি ভালো অবস্থানে আছে।

নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তাসকিব বললেন, ‘কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। সব মিলিয়ে সবার মানসিকতা ও প্রস্তুতি ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

আশার বাণী শুনিয়ে তাসকিন বলছিলেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’

নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল। এই জয়ের মধ্য দিয়ে টানা ৩২ ম্যাচ পর সে দেশে খেলা দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই জয়ের রেশ এখনো কাটেনি। প্রথম ম্যাচ জিতে, ঐতিহাসিক জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ রোববার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও ভালো কিছু করতে মুখিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর