ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি স্থানীয়পএিকা দৈনিক বাংলার আলোর আইন উপদেষ্টা সাংবাদিক মুনছুর আলীর উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে। সাংবাদিক মুনছুর আলী জানান, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩.৩০মিনিট তিনি ঐ এলাকায় গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে যান। এরপর থেকেই তিনি নানা হুমকি ও চাপে পড়েন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জেরে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তি মো. কালাম পিতা আবুল হোসেন গং সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা মুনছুর আলী নিউজের তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন,ও ব্যক্তিগত মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মারাত্মক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।
বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এই বর্বর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা একযোগে এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সাংবাদিক মুনসুর আলী প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।