বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

মুহম্মদ আবদুল্লাহ আল-মামুনকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিপদে মুহম্মদ আবদুল্লাহ আল-মামুনকে পুনরায় তার দায়িত্বে বহাল রাখলো হাইকোর্ট

গত ০৪.০৬.২০২৫ তারিখে মাননীয় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবেদনটির শুনানি শেষে মাননীয় আদালত একটি রুল জারি করে উক্ত আদেশটি ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে কিশোরগঞ্জ জেলার ঝগড়ারচর দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি হিসেবে এফবিসিসিআই’র যুগ্ম সচিব মুহম্মদ আবদুল্লাহ আল-মামুন কে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১৯ মার্চ, ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
এজন্য তিনি এলাকাবাসী এবং পাড়া-প্রতিবেশী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চান।

উক্ত কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ হাবিবুর রহমান অভিভাবক সদস্য, মোহাম্মদ শাহজাহান কবির সাধারণ শিক্ষক সদস্য, মাওলানা মোবারক হোসাইন, সদস্য সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর