নিজস্ব প্রতিবেদক : (১৬ নভেম্বর) দুপুরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ নজরুলের পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
মুক্তি তার মামার (শেখ নজরুল ইসলাম) বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মামা অনেক দিন ধরেই অসুস্থ। প্রায়ই খোঁজ নিতে ফোনে কথা বলতাম। তিনি বলতেন, শরীরটা একটু ভালো হলেই আবার নতুন সিনেমা বানাবেন। কয়েক দিন আগে মামির সঙ্গেও কথা হয়েছে।’
তার কথায়, ‘এখন তার অবস্থা খুব আশঙ্কাজনক। রোববার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে তার জন্য দোয়া চাই
প্রসঙ্গত, পরিচালক হিসেবে পরিচিতি পেলেও ষাটের দশকে তিনি ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া জহির রায়হানের কালজয়ী কিন্তু অসমাপ্ত ছবি ‘লেট দেয়ার বি লাইট’-এ তিনি সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেন।






