বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।

২৫ বছর একই ঘাটে বহাল লস্কর কামরুল, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ওমর ইউসুফ রুবেল লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট বিআইডব্লিউটিএ ফেরিঘাটে কর্মরত লস্কর কামরুল ইসলাম–এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম এবং দায়িত্বের অপব্যবহারের অভিযোগ তুলেছেন চালকরা ও স্থানীয় যাত্রীরা। অভিযোগকারীরা জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে একই ঘাটে বহাল থাকায় প্রভাবশালী হয়ে উঠেছেন এবং এ সুযোগে ঘাটকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
চালক ও যাত্রীরা অভিযোগ করে বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে, গাড়ি ফেরিতে ওঠানো-নামানোর সময় কামরুল নিয়মিতই ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায়শই “পেছনের গাড়ি আগে উঠাবে” বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। এতে ঘাট এলাকায় অপ্রয়োজনীয় যানজট, বিশৃঙ্খলা এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে।
স্থানীয়দের ক্ষোভ—
একজন কর্মচারী কীভাবে ২৫ বছর ধরে একই ঘাটে বহাল থাকতে পারে, দীর্ঘদিন একই স্থানে থাকার কারণেই দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে,এমনই মন্তব্য করেছেন কয়েকজন ঘাট ব্যবহারকারী।
স্থানীয়দের দাবি, বিষয়টি দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে দুর্নীতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে কামরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বিআইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর