রিপোর্টার :
এই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের লালন পালন, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে সকল অপরাধমূলক কর্মকাণ্ডের হোতা মাসুম। একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েও আইনের ফাঁকফোকর দিয়ে জেল থেকে বের হয়েই শুরু করেন মাদক ব্যবসা।
ধলপুর সিটি গল্লীএলাকায় মাদক কারবারি মাসুম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার শাস্তির দাবী করেছে এলাকাবাসী। শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম এখন প্রকাশ্যেই চালাচ্ছে তার মাদক সম্রাজ্য।
যাত্রাবাড়ী সহ আশেপাশের এলাকায় খুচরা এবং পাইকারি মাদক সাপ্লাইকারি হিসেবে মাসুম ৩০ থেকে ৪০ জন ছেলে এবং মেয়ে রয়েছে এবং অপ্রতিরোধ্য ব্যক্তি হিসেবে দীর্ঘদিন দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে। তার বেশ কয়েকজন সহযোগী রয়েছে মাদক ব্যবসা পরিচালনার জন্য
সিটি পল্লী এলাকা কেন্দ্র করে ১০০ সদস্য নিয়ে গড়ে ওঠা বিশাল মাদক সিন্ডিকেটের প্রধান ধলপুরের মাসুম । মাদক ব্যবসায়ী মাসুম ৪০ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তার বিরুদ্ধে ১০ টি মাদক মামলা রয়েছে।আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা করে যাচ্ছে মাসুম। বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সিথিল কার্যক্রমের সুযোগে বর্তমানে দেদারসে মাদক ব্যবসা করে আসছে।
তার বিরুদ্ধে অনুসন্ধান করে মিলেছে আরো চাঞ্চল্যকর তথ্য। জানাগেছে মাসুম যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় মোবাইল ছিনতাইকারী চক্রেরও গডফাদার। তার নেতৃত্বে শতাধিক ছিনতাইকারি এসব এলাকায় সক্রিয়। এলাকায় উঠতি বয়সী যুবকদের হাতে মাদকের সহজলভ্যতায় ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ
প্রথম পর্ব ১