দৈনিক নতুন দিন এর বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান সিঙ্গাপুর সফরে যাচ্ছেন। আগামী ২৪
সেপ্টেম্বর এ সফর হওয়ার কথা। সফরকালে তিনি সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম কভার করার পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের জীবনধারা,চ্যালেন্জ ও সফলতার গল্প তুলে ধরবেন। তার সংগৃহীত তথ্য ও প্রতিবেদনগুলো দৈনিক নতুন দিনের পাঠক ও দর্শকদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক নতুন দিন সবসময় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানকে সামনে আনার চেষ্টা করে আসছে ইন্জিঃমোঃমিজানুর রহমান এর সফর সেই ধারাবাহিকতারই অংশ।