শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা  আওয়ামীলীগ নোতাকে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধেরে জেরে প্রবাসী পরিবারকে হয়রানি মূলক মামলা ও হামলার হুমকির   অভিযোগ  ব্রাহ্মণপাড়ায় আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ ও মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের এইচ, এস, সি পরীক্ষারর্থীদের বিদায় মুরাদনগরে সন্ত্রাসীদের হুমকিতে অবরুদ্ধ একটি পরিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব— ঈশিতা ইমু মানবতার বিরুদ্ধে ইসরায়েল এর হামলা ১১৭ ফিলিস্তিনি নিহত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

বাবর আজম এই যুগের ব্র্যাডম্যান-লারা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটেই সমানতালে রান করেন এ ডানহাতি তারকা ব্যাটার। যা দেখে বাবরকে এ যুগে ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা হিসেবে আখ্যায়িত করেছেন রশিদ লতিফ।

পাকিস্তানের এ সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষকের মতে, অনেক আগেই নিজ দেশের কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হকদের ছাড়িয়ে গেছেন বাবর। তিনি এখন সরাসরি ব্র্যাডম্যান-লারাদের কাতারেই অবস্থান করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেছেন, ‘আমি ২০১৯ সালেই টুইটারে লিখেছিলাম, যখন আমরা ইংল্যান্ড সফরে ছিলাম। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের সবার নাম লিখেছিলাম- মিঁয়াদাদ, ওয়াসিম, ওয়াকার, ইনজামাম, ইউসুফ, ইউনুস, সাকলাইন। তবে সে (বাবর) তাদের সবার চেয়ে এগিয়ে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এটি অনেক আগের কথা বলছি। অবশ্যই এরপর সে আরও অনেক ভালো খেলোয়াড় হয়েছে। আমরা তুলনা করতে পারি না। কারণ এখানে আমরা শুধু বাবরের কথা বলছি না। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনরা ১০ ফিল্ডারের মাঝে ওয়ানডে খেলছে।’

পাকিস্তানের একজন ব্যাটারকে বাবরের চেয়ে এগিয়ে রাখছেন রশিদ, ‘আমি সাঈদ আনোয়ারের কথা বলবো। তার মতো ব্যাটারের দেখা মেলেনি। নিঃসন্দেহে সে পাকিস্তানের এক নম্বর ব্যাটার। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। সে ক্যারিশম্যাটিক খেলোয়াড়। সে খুব কম অনুশীলন করতো। তাই যুগভেদে তুলনা হয়তো ঠিক হবে না।’

এসময় বাবরকে ব্র্যাডম্যান-লারা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘বর্তমানে বৃত্তের ভেতরে পাঁচজন ফিল্ডার থাকে। আগে থাকতো চারজন। আনোয়ার অথবা ইনজামাম এমনটা পেলে বোলারদের খেয়ে ফেলতো। তারা ঐ যুগে গ্রেট। বাবর আজম এই যুগের ব্র্যাডম্যান-লারা। এটিই মূল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর