বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :

আদ্-দ্বীন হাসপাতালে ৭ অপারেশন থিয়েটার উদ্বোধন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মগবাজারে অবস্থিত বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীনে আরও সাতটি অপারেশন থিয়েটার (ওটি) চালু করেছে হাসপাতালটি। নতুন ৭টি ওটি নিয়ে হাসপাতালটির মোট ওটির সংখ্যা এখন ১৭টি।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় হাসপাতালের আশরাফ আলী ভবনে অত্যাধুনিক এ নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করেন প্রয়াত শিল্পপতি সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী সকিনা খাতুন।

আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে আদ্-দ্বীন জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম বলেন, আদ্-দ্বীন এমন একটি প্রতিষ্ঠান যার চেয়ারম্যান তার মাকে দিয়ে অপারেশন থিয়েটার উদ্বোধন করিয়েছেন। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরাও যেন মাকে দিয়ে প্রতিটি ভালো কাজের সূচনা করতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর